সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঘরগ্রাম পূর্বপাড়া গ্রামের দম্পত্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভ‚ত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করেন। পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের হেলাল হোসেন (৫৩) ও তার স্ত্রী শেফালী খাতুন খুসির (৪৩) বিরুদ্ধে মামলায় ১ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৪৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভ‚ত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, হেলাল হোসেনের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী, তিনি ২৬ লাখ ৪২ হাজার ৭৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপ‚র্ণ সম্পদ অর্জন করেছেন। অপর মামলার প্রধান আসামি খুসি এবং স্বামী হেলাল হোসেন দ্বিতীয় আসামি। এ মামলায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ২১ লাখ ৪৪ হাজার ৫৩৩ টাকা ম‚ল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৮৮ লাখ ১৩ হাজার ৩৮৪ টাকা ম‚ল্যের জ্ঞাত আয় বহির্ভ‚ত অবৈধ সম্পদ ভোগ দখলে রেখেছেন স্ত্রী খুশি।
এতে স্বামী তার অসাধু উপায়ে উপার্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভ‚ত সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ব্যাপারে বুধবার সহকারী পরিচালক সাধন চন্দ্র স‚ত্রধর বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে এ মামলা দুটি করেছেন।